এনসিপির চট্টগ্রাম শহরে জুলাই পদযাত্রা শুরু
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট মোড় থেকে জুলাই পদযাত্রা’ শুরু করেছে। বহদ্দারহাট থেকে এই পদযাত্রা মুরাদপুর ,দুইনম্বর গেট হয়ে বিপ্লব উদ্যানে মূল সমাবেশে যোগ দিয়েছে এনসিপির নেতৃবৃন্দ।
বিকেল থেকে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, নিউমার্কেট, আন্দরকিল্লা, টাইগারপাস, আগ্রাবাদ, হালিশহর, ইপিজেড, খুলশী, পাঁচলাইশসহ বিভিন্ন এলাকা থেকে এনসিপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।
গতকাল শনিবার কক্সবাজার থেকে চট্টগ্রাম বিভাগের পদযাত্রা শুরু হয়। গতকাল শনিবার রাতে বান্দরবান সমাবেশ শেষ করে রাতে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে মোটেল সৈকতে অবস্থান নেন। আজ সকালে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নেতৃবৃন্দ। এরপর সকাল ১১টার দিকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেয় এনসিপির নেতারা। রাঙামাটিতে কর্মসূচি শেষে সন্ধ্যায় চট্টগ্রামের সমাবেশে যোগ দিয়েছেন নেতৃবৃন্দ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.