জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদল
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টসহ মব সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদল ।
বিকালে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, উত্তর জেলার সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল সহ অন্যরা।
সমাবেশে মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেছেন, ৫ আগস্টের পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে অস্তিরতা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে একটি সংগঠন । সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার যে অপচেষ্টা করছে তারা । এই জন্য জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে এবং রাজপথে সজাগ আছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর, উত্তর দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
পরে মিছিলটি নগরীর জিইসি হয়ে দুইনম্বর গেইট গিয়ে শেষ হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.