সাবেক কাউন্সিলর পুত্র মনিরুজ্জামান (৩৫) ২মাস ধরে নিখোঁজ! থানায় অভিযোগ, পরিবারে উৎকণ্ঠা
মহানগর চট্টগ্রাম এর খলিফাপট্টী এলাকায় সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পান্ডা আইসক্রীম কোম্পানির মালিক মোহাম্মদ নাজের কমিশনারের কনিষ্ট পুত্র মোঃ মনিরুজ্জামান (৩৫) এর নিখোজ রহস্যের জট খুলছে না ২ মাস। গত রমজানের ১৫ তারিখ থেকে এক রহস্যজনক নিখোঁজের ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃস্টি হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ না করলেও অস্ট্রেলিয়া প্রবাসী মামা মোঃ হায়দার হোসেন এই ব্যাপারে সম্প্রতি মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন- বিএইচআরএফ এর নিকট আইনী সহায়তার জন্য গত ৯ জুলাই একটি আবেদন করেন। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে উৎকণ্ঠার ছায়া। হারানো যুবকের অস্ট্রেলিয়া প্রবাসী মামা মোহাম্মদ হায়দার হোসনে (৫৪) প্রবাস থেকে মৃত মা-বাবার এতিম সন্তান মনরিুজ্জামান এর সাথে প্রত্যেক মাসে ৫/৬ বার যোগাযোগ করতেন। কিন্তু দীর্ঘদিন তাঁর সাথে যোগাযোগে ব্যর্থ হলে, মনিরুজ্জামান এর বড় বোন মিসেস মনোয়ারা বেগম, ঈদের দিন শুভেচ্ছা বিনিময়ের সময় জানতে পারেন যে, এ বছর ঈদের সময় মনিরুজ্জামান নিজ বড় বোনের সহিত কোন প্রকার যোগাযোগ করেন নি। পরবর্তীতে মামা ভিক্টিমের তৃতীয় ভাই আশরাফ মুরাদ ডালিমের সঙ্গে যোগাযোগ করলে তিনিও জানান যে তাকে পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করা হলেও অদ্যবধি তাঁর কোনো সন্ধান মেলেনি। এতে উদ্বিগ্ন হয়ে প্রবাসী মামা গত ০২ জুলাই ২০২৫ তারিখে সরাসরি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আগমন করে। বাংলাদেশে এসে ভাগিনার ব্যবহৃত দুটি মোবাইল নম্বর (০১৮১৯-৩৬৯১০৭ এবং ০১৬৮৮-৮৮৬৬৬৬) এ একাধিক বার কল করলে দেখা যায় মোবাইল রিং হয় কিন্তু কেউ রিসিভ করে না। সর্বশেষ গত ১০ জুলাই ২০২৫, সকাল আনুমানিক ১০:৩১ মিনিটে ফোন দিলে এখনো সেটি চালু রয়েছে ও রিং হয়, কিন্তু উত্তর মেলে না। বিশ্বস্ত পারবিারকি সূত্রে জানা গেছে, মনরিুজ্জামান প্রতিদিনের মতোই ভাইয়ের বাসা থেেক বের হন, কিন্তু এরপর থেেক তিনি আর ফিরে আসেনেনি। এমনকি তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর একটি বন্ধ পাওয়া যাচ্ছে, অপরটি খোলা আছে যা পরস্থিতিকে আরও রহস্যজনক করে তুলেছে। নিখোঁজ মনরিুজ্জামান ঘাটফরহাদাবেগে, কোতোয়ালী থানাধীন এলাকার স্থায়ী বাসিন্দা। এ বিষয়ে কোতোয়ালী থানায় ১০/০৭/২৫ ইং একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্তে করছেন বলে জানান। পরিবারের পক্ষ থেকে সকল হৃদয়বান মানুষের কাছে অনুরোধ জানানো হচ্ছে যদি কেউ মনরিুজ্জামান সর্ম্পকে কোনো তথ্য জেনে থাকেন, অনুগ্রহ করে মোবাইল নম্বরঃ ০১৬১৯-১৪৭৭২৪ কে জানাতে বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন- বিএইচআরএফ এর পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.