আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে রাষ্ট্র সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
আজ বুধবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে সাইফুলের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “সাইফুল ছিলেন ৭০ হাজার আইনজীবীর একটি বৃহৎ পরিবারের সদস্য। তাকে হারিয়ে আমরা শোকাহত। বাংলাদেশ বার কাউন্সিলসহ সমগ্র আইনজীবী সমাজ সাইফুলের পরিবার, বন্ধু, সহকর্মী এবং গ্রামবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছে যে প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “সাইফুলের হত্যাকারীরা যতই ক্ষমতাধর হোক না কেন, তারা আইনের বাইরে থাকতে পারবে না। আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি এবং বিচারের জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। সাইফুল শুধু তার পরিবারের নয়, আমাদেরও ভাই ও সহযোদ্ধা। আমরা তার পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।
সাইফুল হত্যার বিচারের বিষয়ে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “খুনীরও আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে। তবে তাদের এই অধিকার বিচারকে প্রভাবিত করবে না। আমরা আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে বিচার নিশ্চিত করব।”
কবর জিয়ারতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক রেজাউল করিম রেজাসহ সিনিয়র আইনজীবীরা। এছাড়া চট্টগ্রাম জেলা ও মহানগর আইনজীবী সমিতির নেতৃবৃন্দও এতে অংশ নেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.