সার কারখানার বিষাক্ত পানি খেয়ে আবারো ১২ গরু- মহিষের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা

১৩৯

৪/৫টি অসুস্থ, কারণ চিহ্নিত করতে ময়না তদন্ত

চট্টগ্রামের আনোয়ারায় সার কারখানার বিষাক্ত পানি খেয়ে এবারো ১২ গরু- মহিষের মৃত্যু হয়েছে। আরো ৪/৫টি অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় জনগন মরা গরু-মহিষগুলো নিয়ে রাঙ্গাদিয়াস্থ ডিএপি সার কারখানার সামনে বিক্ষোভ করলে মৃত গরু মহিষের মৃত্যুর কারণ চিহ্নিত করতে ময়না তদন্ত করেছেন কর্তৃপক্ষ।
স্থানীয়দের অভিযোগ, সারকারখানার বিষাক্ত পানি ও বিষাক্ত বর্জ্যরে কারণে এর আগেও বেশ কয়েকবার গরু-মহিষ মারা গেছে। এসব ঘটনা নিয়ে এলাকার কৃষকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃস্টিহয়। এরই মধ্যে বৃহস্পতিবার আবারো ১২ গরু-গহিষ মারা যাওয়ার ঘটনায় পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবীতে এলকাবাসী রাতে ডিএপির সামনে বিক্ষোভ করে। এতে কর্তৃপক্ষ রাতে মৃত পশু গুলোর পোস্টমর্টেম করার ব্যাবস্থা করেন। সে সাথে বিষক্রিয়ায় মারা গেলে ক্ষতিপূরণ দিবে বলে ঘোষনা দেন ডিএপি সার কারখানা কর্তৃপক্ষ।
বিষক্রিয়ায় যেসব কৃষকের গরু মহিষ মারা গেছে তম্মধ্যে মোঃ এরফানের ১টি মহিষ, মোঃ ইব্রাহিমের ১ টি মহিষ, মোহাম্মদ কাশেমের ৩ টি মহিষ , জহুর লাল সিংহের ১ টি মহিষ, মোঃ ছৈয়্যদ জামালের ১ টি গরু, মোঃ একরামের ২ টি মহিষ, মোঃ জাকেরের ১ টি মহিষ, মোঃ কামাল হোসেনের ১ টি মহিষ, মোঃ পারভেজ ১ টি মহিষ সহ মোট ১২টি গরু-মহিষ রয়েছে । সে সাথে আরো ৪/৫টি অসুস্থ হয়ে পড়েছে

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.