পুলিশের হাত কাটার হুমকি বাঁশখালীর এমপি মোস্তাফিজের

এমপি বল্লেন-'চাম্বলের মুজিবের যেন কিছু না হয়, ও যেন কাজ করতে পারে'

৪৭

এবার ওসিকে পুলিশের হাত কেটে ফেলার হুমকি দিয়েছেন বাঁশখালীর বিতর্কিত সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। ইতিমধ্যে বাঁশখালীর ওসি তোফায়েল আহমেদ ও মোস্তাফিজুর রহমানের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা মুহুর্তেই টক অব দ্য চট্টগ্রামে রূপ নিয়েছে।

গত ২ জানুয়ারি রাতে এমপি মোস্তাফিজুর রহমান বাঁশখালীর ওসি তোফায়েল আহমেদকে মুঠোফোনে এই হুমকি দেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। ভাইরাল হওয়া অডিওতে এমপি মোস্তাফিজকে বলতে শোনা যায়, আমার কোন লোকের উপর যদি হাত দেয় আমি হাত কেটে ফেলব কিন্তুু বলে দিলাম। এসময় তিনি ওসিকে আরও বলেন, ছনুয়ায় এসআই হাবিব গিয়েছিল নাকি? উত্তরে ওসি তোফায়েল আহমেদ বলেন, না, না স্যার, ওতো এখন নেই স্যার, ওরা গেছিলো ২ টার দিকে রাত নয়টা পর্যন্ত থেকে চলে আসছিল। এসময় মোস্তাফিজ বলেন, কি জন্য গিয়েছিল? উত্তরে ওসি তোফায়েল আহমেদ বলেন, আমাদের নিয়মিত ডিউটি করার জন্য স্যার। এসময় ক্ষিপ্ত হয়ে মোস্তাফিজ বলেন, আমার কোন লোকের উপর যদি হাত দেয় আমি হাত কেটে ফেলব কিন্তু বলে দিলাম। এসময় নতজানু স্বরে ওসি বলেন, স্যার, স্যার দিবে না, দিবে না, স্যার দিবে না, দিবে না। ঠিক আছে স্যার দিবে না, আমি এখনি বলে দিচ্ছি। ওখানে আছে নাকি স্যার?

প্রতিত্তুরে এমপি মোস্তাফিজ বলেন, ওখানে নাকি আমাদের লোকজন ধরার জন্য এসআই হাবিব গেছে। আমাদের আলমগীরকে নাকি খুঁজতেছে।

এসময় ওসি বলেন, না না স্যার ওইটাতো প্রশ্নই ওঠেনা। ওতো ওখানে নাই স্যার, ও চলে আসছেতো স্যার, ওতো অনেক আগেই চলে আসছে স্যার। এসময় এমপি মোস্তাফিজ বলেন, ওরা এমনি ঘুরেঘারে থাক অসুবিধা নাই। কিন্তুু আমার কোন লোকের উপর হাত দিলে বহুত অসুবিধা হবে। স্যার স্যার অবশ্যই স্যার আপনি যেভাবে বলবেন। কখনই আপনার লোকের উপর হাত দিবে না।

এসময় এমপি মোস্তাফিজ ওসিকে উদ্দেশ্য করে বলেন, আপনিতো আমার ঘরেও পুলিশ পাঠাইছেন। উত্তরে ওসি তোফায়েল আহমেদ ইতস্তত কণ্ঠে বলেন, না স্যার, ওইদিনতো আমি নিজেই আপনার সাথে কথা বললাম। ওইদিন পুলিশ পাঠাই নাই স্যার। ওরা আপনার বাড়িতেতো এমনিতে নিয়মিতই যায়। ওটা আপনাকে আমি ডিটেইলস বলছি। বিষয়টি আমি আরও আপনার সম্মান বাঁচানোর চেষ্টা করছি যে এমপি স্যারের বাড়িতে যাবে এজন্য সাদা পোশাকে যাক। যেন জানান দেয়া যে এমপি স্যার…

এসময় এমপি মোস্তাফিজ বলেন, কি জন্য কি জন্য গেছিলো? উত্তরে ওসি তোফায়েল বলেন, এমনিতেই স্যার, কোন কারণে না। কারোরে ধরার জন্য না, কিচ্ছু না। পরে এমপি মোস্তাফিজ ওসিকে সতর্ক করে দিয়ে বলেন, চাম্বলের মুজিবুরের উপর যেন কিছু না হয়, ও যেন ওপেন কাজ করতে পারে বিষয়টি খেয়াল রাখিও। এসময় ওসি বলেন, জি, স্যার, জি স্যার।

এসব বিষয়ে কথা বলতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে বেশ কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আমরা শুনিনি এরকম কোন অডিও। পাইওনি। দেখব।

বাঁশখালীর ওসি তোফায়েল আহমেদকে এ ব্যাপারে জানতে বেশ কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে অডিওটির সময় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে অডিও রের্কডের কথোপকথন ও ধারাবাহিক বর্ণনা অনুসারে এমপি ও ওসির সাথে ওই কথোপকথন ২ জানুয়ারী রাত ১ টা থেকে ২টার মধ্যে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে পুলিশ ছনুয়ায় আলমগীরের বাড়িতে এবং রাতে চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বাড়িতে অভিযানে গিয়েছিল। এর পরদিন নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগে ৩ জানুয়ারী চাম্বল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয় এবং চাম্বলের চেয়ারম্যান এলাকা ছেড়ে সরল ইউনিয়নে এমপি মোাস্তাফিজুর রহমান চৌধুরীর বাড়িতে আশ্রয় নেয়ার খবর প্রচার হয়েছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.