দক্ষিণ জেলা বিএনপির তথ্য-উপাত্ত সংগ্রহের দ’ুদিনে ৩শ’র অধিক আবেদন জমা

১১

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎসবমূখর পরিবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দ্বিতীয় দিনের মতো দলীয় পদপ্রত্যাশীদের আবেদন গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অনেক নেতাকর্মীরা স্ব-শরীরের উপস্থিত হয়ে তাদের জীবন বৃত্তান্তসহ আবেদন ফরম জমা দিয়েছেন। গত দুইদিনে ৩শ’র অধিক আবেদন জমা পড়েছে। এসময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, দক্ষিণ চট্টগ্রামে বিএনপির মধ্যে ঐক্যের সুর বইছে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে নজিরবিহীন উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে রাজনীতির ইতিহাসে এভাবে আহবান করে নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত ও কর্মকান্ড যাছাই-বাছাই করা হয়নি। যোগ্য নেতৃত্ব তুলে আনতে প্রয়োজনে আবেদন জমার সময়সীমা আরো বৃদ্ধি করা হবে।
তিনি আরো বলেন, যারা বিগত দিনে দলের জন্য ত্যাগ, শ্রম, মেধা দিয়েছেন, নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন তাদেরকে মূল্যায়ন করা হবে তাদের হাতেই নেতৃত্ব তুলে দেয়া হবে। কোনো সুবিধাবাদী, ফ্যাসিবাদী, আয়ামীলীগের দোসরের হাতে আমরা বিএনপির নেতৃত্ব তুলে দিতে চাইনা। তিনি পরস্পরের ভেদাভেদ ভূলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ও ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
চট্টগ্রাম মহানগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য-উপাত্ত সংগ্রহ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)। এসময় সমন্বয়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেচার, সমন্বয়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দীন সালাম মিঠু, সহ-সমন্বয়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু, সালেহ জহুর, এম মনছুর উদ্দিন, দক্ষিণ জেলা আহবায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরী, সরোয়ার হোসেন মাসুদ, সালাউদ্দীন চৌধুরী সোহেল, মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মনজু, হেলাল উদ্দিন ও শাহাদাত হোসেন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.