এসএল ষ্টীল মিলস এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০,১৭২

এস.এল অটো রি-রোলিং মিলস্ লিমিটেড এর ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিরার (৬ ফেব্রুয়ারি) সীতাকুণ্ডের সোনাইছড়ির মদনহাটে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান (এফ.সি.এ)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান।

জেনারেল ম্যানেজার (এডমিন) মোঃ কাইছার উল-আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের এম.ডি জেবুন্নাহার আখিঁ। অনুষ্ঠানে এস.এল গ্রুপের পরিচালক তাসনিয়া মাহজাবিন, ফাতেমা তারাননুম আনিসা, আইমান মাহমুদ আরিয়ান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর জোনাল হেড চট্টগ্রাম উত্তর জোন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুল হোসেন, জোনাল হেড চট্টগ্রাম দক্ষিন জোন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিয়া মোহাম্মদ বরকত উল্লাহ, ডি.এল গ্রীন বি.ডি লিমিটেড এর পরিচালক মোহাম্মদ দিলদার হোসেন, বি.এস.বি.আর.এ. এর সভাপতি মোহাম্মদ আবু তাহের, ভাইস প্রেসিডেন্ট- মোহাম্মদ কামাল উদ্দীন, নির্বাহী সদস্য মোহাম্মদ নাঈম শাহ্‌ ইমরান, মাষ্টার আবুল কাশেম উপস্থিত ছিলেন।

গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান ও এম.ডি জেবুন্নাহার আঁখি গ্রুপের দুইটি কনসার্ন এস.এল অটো রি-রোলিং মিলস লিমিটেড ও এস.এল এডভান্স টেকনোলোজি লিমিটেড এর লোগো উন্মোচন করেন।

প্রধান অতিথি মোহাম্মদ লোকমান বলেন, আগামি দিনে আরো উন্তত প্রযুক্তি সংযুক্তির মাধ্যমে এস.এল ষ্টীল কে আধুনিক ফ্যাক্টরিতে রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রতিষ্ঠানের সকলের জন্য যুগোপযোগী কর্ম পরিবেশ সৃষ্টির জন্য উর্ধতন কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রুপ চেয়ারম্যান মোহাম্মদ লোকমানকে সংবর্ধনা দেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় প্রতিষ্ঠানের পুরনো কর্মী মোঃ কাইছার উল-আলম, তিলকেশ্বর বিশ্বাস, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মামুনুর রশিদ মামুন ও মোহাম্মদ নূর নবীকে সম্মাননা দেওয়া হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.