ওমানে করোনায় মারা গেলেন হাটহাজারীর রেমিট্যান্সযোদ্ধা জাহেদ
ওমানের মাস্কাটে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন হাটহাজারীর রেমিট্যান্স যোদ্ধা মো. জাহেদ চৌধুরী (৪৭)।
শনিবার (২৬ জুন) স্থানীয় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। জাহেদ চৌধুরী আবদুল কাদের চৌধুরী বাড়ির
গত কয়েকদিন আগে তিনি করোনাক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মো. জাহেদ চৌধুরী ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের লাল মোহাম্মদ চৌধুরী পাড়ার ৩নং ওয়ার্ডের মরহুম কামাল উদ্দীন চৌধুরীর পুত্র। ৪ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ভাইদের মধ্যে ২য় এবং তিন কন্যা সন্তানের জনক।
তার মৃত্যু সংবাদ বাড়িতে এসে পৌঁছলে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মো. জাহেদ চৌধুরীর মৃত্যু সংবাদ নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ এরশাদ বলেন, “জাহেদ এলাকায় খুব ভালো মানুষ হিসাবে পরিচিত। তিনি প্রায় বিশ বছর ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। গত বছরও একবার বাড়িতে এসেছিলেন।”
মধ্যপ্রাচ্যের ওমানে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন বাংলাদেশী করোনায় মারা গেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.