ফটিকছড়িতে চোর সন্দেহে ৭ম শ্রেণির ছাত্রকে পিটিয়ে হত্যা, আহত ২: মানুষের বিবেক কি হিংস্র জানোয়ারের ছেয়ে নীচে নেমে গেছে ?
চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চনগরে চোর সন্দেহে রিহান উদ্দিন মাহিন (১৫) নামের ৭ম শ্রেনিতে পড়ুয়া এক কিশোরকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চেইঙ্গার ব্রিজের ওপর মর্মস্পর্শী এ ঘটনা ঘটে। নিহত মাহিন সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে । এঘটনায় রাহাত ও মানিক নামে আরো দুই কিশোর আহত হয়েছে।
স্থানীয়রা জানান, ভোরে সাগর তালুকদার বাড়ির একটি সড়কের উপর স্থানীয় ৫/৬ জন ছেলে দাঁড়ানো অবস্থায় ছিল। সেসময় লোকজন ধাওয়া দিলে তারা পালাতে থাকে। এদের মধ্যে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদের উপর উঠে আশ্রয় নেয়। ধাওয়াকারীরা ওই তিনজনকে ছাদ থেকে নামিয়ে চেইঙ্গার ব্রিজের ওপর নিয়ে রশি দিয়ে বেঁধে চোর সন্দেহে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলে মাহিন নামের কিশোরের মৃত্যু হয় । আহত অপর দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবেকবানরা বলেছেন, মানুষের বিবেক কি উঠে যাচ্ছে ? চোরও যদি হয়, এই ছোট বাচ্চাদের এভাবে রশি দিয়ে বেঁধে মানুষ কিভাবে পিটিয়ে হত্যা করতে পারে ? এদের বিবেক কি হিংস্র জানোয়ারের ছেয়ে নীচে নেমে গেছে ?
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামের দুই তরুণকে আটক করা হয়েছে ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.