১৫ বছরে পদার্পণ করলো সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম
১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করলো চট্টগ্রাম শহরে বসবাস ও কর্মরত সীতাকুণ্ডবাসীর সংগঠন সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম। প্রতিষ্ঠাকালীন সংগঠকদের নিয়ে কেক কাটা, আলোচনা সভার মাধ্যমে এবার অনাড়ম্বর আয়োজনে পালিত হয় সমিতির ১৪ বছর পূর্তি।
১২ নভেম্বর (শুক্রবার) রাতে সমিতির সভাপতি অধ্যাপক মো. আবুল মনছুর ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক সভাপতি মোহাম্মদ আজম। বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়ক দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়ক ও সাবেক সভাপতি লায়ন এম.ই. আজিজ চৌধুরী লিটন, প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়ক ও সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক লায়ন মো.গিয়াস উদ্দিন।
সংক্ষিপ্ত আয়োজনে আনন্দঘন পরিবেশে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম-এর ১৪তম বর্ষপূর্তির কেক কাটেন অতিথিবৃন্দ এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
এ সময় দ্রুততম সময়ের মধ্যে সমিতির নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন এবং আবারো সীতাকুণ্ড সমিতি যেন সুখে-দুঃখে সীতাকুণ্ডবাসীর পাশে দাঁড়াতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
সাধারণ সম্পাদক লায়ন নাছির উদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি লায়ন মো.বেলাল হোসেন, সহসভাপতি হাজী ইউসুফ শাহ্, লায়ন কাজী আলী আকবর জাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আলীম উল্যাহ মুরাদ, সাংগঠনিক সম্পাদক লায়ন মুহাম্মদ আবুল হাসনাত, দপ্তর সম্পাদক লায়ন মোস্তফা কামাল ভূইয়া জুয়েল, শিক্ষা ও মানব সম্পদ মো.জিয়াউল ইসলাম শিবলু, সাংস্কৃতিক সম্পাদক এস.এম তবরেজ, আইন বিষয়ক সম্পাদক এড.সরওয়ার হোসেন লাভলু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়র লায়ন কামরুদৌজা, সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মফিজুর রহমান সাজ্জাদ.ত্রাণ ও দূর্যোগ ব্যবস্হাপনা সম্পাদক লায়ন মো.কমাল উদ্দিন ভূইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল করিম তুষান, স্বাস্হ্য ও জনসংখ্যা সম্পাদক নুরুল ইসলাম শাহাবউদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী মাসুদা খানম, সদস্য মো.জামসেদ রহমান প্রমুখ উপস্হিত ছিলেন।
সংগঠনের সহসভাপতি হাজী ইউসুফ শাহ্’র সৌজন্যে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.