সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে জামায়াত নেতার মার্কেটে ভয়াবহ আগুন, ৪ কোটি টাকার ক্ষতির আশংকা
শুক্রবার রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারী মাদামবিবির হাটের কামাল স্টিল মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রাত ৯ টার দিকে উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীর মালিকানাধীন পুরাতন স্ক্র্যাপ জাহাজের মেরিন আইটেম মালামালের এই মার্কেটে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা এবং ফায়ার সুত্র জানিয়েছেন। আগুন মুহূর্তে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে এবং মুহুুর মুহু ভাবে মার্কেটে থাকা সিলিন্ডার গ্যাসের বোতল, অক্সিজেনের বোতল বিস্ফোরণ ঘটতে থাকে। সেসময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কে আটকা পড়ে শত শত যানবাহন। পরে কুমিরা ও বায়েজিদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১১টার দিকে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে মহাসড়কে যানচলাচল পুনরায় শুরু হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে দেরি করায় ভয়াবহ এই আগুনে মার্কেটের দোকানে থাকা পুরাতন স্ক্র্যাপ জাহাজের মেরিন আইটেমের মালামাল এবং বেশ কিছু সিলিন্ডার সহ প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মার্কেটের দোকানদাররা দাবী করেছেন। ক্ষতিগ্রস্থরা ফায়ার সার্ভিস দ্রুত না আসায় ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে তাৎক্ষণিক রাতে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিকী চৌধুরী।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.