আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর “ভাইস চেয়ারম্যান” পদ স্থগিতাদেশ প্রত্যাহার দাবীতে চট্টগ্রামের রাউজানে ১০টির বেশি পয়েন্টে মানববন্ধন

৬৯

কেন্দ্রীয় বিএনপি নেতা দু, বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর “ভাইস চেয়ারম্যান” পদ স্থগিতাদেশ প্রত্যাহার দাবীতে চট্টগ্রামের রাউজানে ১০টির বেশি পয়েন্টে দীর্ঘসময় মানববন্ধন কর্মসূচী পালন করেছে । এতে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও অংগ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীসহ নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, দু’বারের নির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজানের মাটি ও মানুষের অভিভাবক, হঠাৎ করে পদ স্থগিত আদেশে আমরা কোন অবস্থায় মেনে নিতে পারছি না, আজ হাজার হাজার জনতা বৃষ্টি অপেক্ষা করে এবং পখর রোদে দীর্ঘ ৩ঘন্টা শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা মামলা নির্যাতন সহ্য করে দলকে এগিয়ে নিতে রাত দিন কাজ করছেন, সেখানে আজ অদৃশ্য ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। বক্তারা ভাইস চেয়ারম্যান পদ স্থগিতাদেশ প্রত্যাহারের জোর দাবী জানিয়ে বলেন, আশা করি তদন্তের মাধ্যমে আসল রহস্য বেরিয়ে আসবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে নয়তো রাউজানবাসী বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এতে বক্তৃতা করেন উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমেদ, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, হাজী জসিম উদ্দিন, মোসলে উদ্দিন, মোজাম্মেল হক, হাফেজ মোহাম্মদ হাশেম, কাজী আনিসুজ্জামান সোহেল, হাবিব উল্লাহ মাস্টার, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু চেয়ারম্যান, হারুন উর রশিদ, কাজী সরোয়ার মনজু, নুরুল আলম, নুরুল আবছার মেম্বার, শাহাজান শাহিল, জাহাঙ্গীর মিয়াজি, হাজী আবুল হাসেম, আজিজুল হক, মোহাম্মদ আলী সুমন, কাজী আবুল বশর চেয়ারম্যান, দিদারুল আলম চেয়ারম্যান, রোকসান চৌধুরী, জাহাঙ্গীর আলম, আবদুল মান্নান, জাবেদ, মোহাম্মদ মুমিন, মোঃ ইসমাইল, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন, আরিফুল ইসলাম, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, শাহাদাত মীজা, আবু বকর চৌধুরী, রেওয়াজ, আলী আজগর, দিদারুল আলম, ওমর ফারুক, শাহজাদা কাজী বখতিয়ার, মোহাম্মদ সেলিম, শামসুল হক বাবু, কাজী গিয়াস উদ্দিন, এস এম খোকন, আবুল কাশেম রানা, মুবিনুল হক, শেখ নাজিম উদ্দীন, আলী আজগর চৌধুরী, শহীদ চৌধুরী, সোহেল চৌধুরী, আখতার খান, শহীদ, শুক্কুর, মুন্না, শফিউল আজম, মোহাম্মদ সেলিম উদ্দিন, আয়বুব খান জনি মেম্বার, তৈয়ব সুলতান, সালাউদ্দীন, হাসান বাহাদুর, মৌলানা এখলাস, ওবায়দুল আকবর, নজরুল ইসলাম, সাহাব উদ্দিন, মো: আলম, তপন মেম্বার, সলিম উল্লাহ খান, জাবেদ হোসেন ইমন, জাগের হোসেন, মোহাম্মদ আমিন, জাহানারা মেম্বার, রফিকুল ইসলাম, আবদুল কাদের, নুরিন নবি, ইয়াকুব বাদশা, জানে আলম, মাহবুব আলম, সাইফু উদ্দিন তারেক, মোহাম্মদ ইয়াকুব, পারভেজ আলম, আবদুর শুকুর, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মুরাদ, আবুল কালাম, জাহেদুল ইসলাম, শাহ আলম, নাছির উদ্দীন, মোহাম্মদ শাহ, মহিউদ্দিন নয়ন, বাচা সওদাগর, মোহাম্মদ আলম, আমীর আলী, আকতার খান, বাপ্পা, বাসু পালিত, মিন্টু পালিত, বিল্পব দাশ, সঞ্জিত পালিত, নুরুল আমিন ফারুকী, বরিউল হোসেন, নেছারুল হায়াত খান, মোহাম্মদ মনজু প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.