ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মো. মাসুদের মৃত্যুতে শোকের ছায়া, জানাজা ও দাফন সম্পন্ন

 

ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক সৈয়দ মো. মাসুদের (৪৩) জানাজা বৃহস্পতিবার দুপুর ২টায় ফটিকছড়ি বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ফকিছড়ি সদরে পারিবারিক কবরস্তানে তাঁেক দাফন করা হয়। জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিপুল সংখক সহকর্মী সাংবাদিক এবং আলেম ওলামা ও মুসল্লী অংশনেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। বুধবার ৩০ জুলাই রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৭বছরের ২ জমজ শিশু কন্যা, দেড় বছরের ১ শিশু পুত্র এবং ৩ ভাই-বোন রেখে যান।
কিছুদিন ধরে তিনি যক্ষা রোগে ভূগছিলেন। এর পর তিনি মোটামুটি সুস্থ হয়ে ওঠেন। বুধবার হঠাৎ শ্বাসকস্ট বেড়ে গেলে তাকে জরুরী ভিত্তিতে চট্টগ্রাম শহরের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তাঁন সহযোদ্ধা সাংবাদিকরা জানান, সৈয়দ মো. মাসুদ ছিলেন একজন সৎ ও ন্যায় পরায়ন সাংবাদিক ও শিক্ষানুরাগী। সে সাথে অমায়িক ব্যবহার করতেন সবার সাথে। তিনি দীর্ঘ সময় ফটিকছড়ি গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ ও ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজে অধ্যাপনা করেন। সে সাথে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ফটিকছড়ি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি, সামাজিক – সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.