বন্ধ করা ৯ প্রতিষ্ঠান আবার খুলল এস আলম গ্রুপ
চট্টগ্রামের আলোচিত শিল্পগোষ্ঠী ‘এস আলম গ্রুপের বন্ধ করে দেওয়া কারখানাসহ নয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলেছে’। বন্ধ থাকার এক সপ্তাহ পর আবার কাজ শুরু হয়েছে কারখানা গুলোতে।
বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) থেকে কারখানাগুলো খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গ্রুপের উপব্যবস্থাপক আশীষ কুমার নাথ। তিনি বলেন, ‘বছরের প্রথম দিন আজ বুধবার থেকে এসব কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সকাল থেকে কাজ শুরু হয়েছে কারখানাগুলোতে।’
এদিকে এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের স্বাক্ষরে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনির্দিষ্টকাল বন্ধের নোটিশগুলো প্রত্যাহার করে নেয়া হয়। এরপর বুধবার সকাল থেকে সব কারখানার ফটক খুলে দেয়া হয়েছে। সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা কারখানাগুলোতে প্রবেশ করেছেন বলে জানা গেছে।
খুলে দেওয়া কারখানাগুলো হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল (এনোফ), এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ব্যাগ এবং এস আলম স্টিল।
গত ২৪ নভেম্বর এসব কারখানা একযোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দিয়েছিল এস আলম গ্রুপ। কারখানাগুলোতে প্রায় ১৩ হাজার শ্রমিক-কর্মচারী আছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.