লোহাগাড়ায় ট্রাক চাপায় যুবক নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক চাপায় শাহিনুল ইসলাম শোয়াইব (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ তারেক নামে আরেক যুবক আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশের লোহাগাড়া মডার্ন কমিউনিটি সেন্টার সংলগ্ন পল্লী বিদ্যুত সমিতি লোহাগাড়া কার্যালয়ের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোয়াইব উত্তর আধুনগর ব্যাপারি পাড়ার নাজিম উদ্দীনের ছেলে। সে চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেলটি দ্রুতগতিতে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার বাইরে পড়ে যায়। মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী শোয়াইব কক্সবাজার অভিমুখী চট্টমেট্রো-ট ১১-৯৫৮০ নং ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে নিহত ও আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়। লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.