বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, নদভী-বিপ্লবসহ ৪৫০ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও গুলিবর্ষণের অভিযোগে সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়াসহ ১৯৮ জনের নামে মামলা দায়ের হয়েছে। এছাড়া আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের।

গতকাল শনিবার রাতে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সৈয়দুজ্জামান বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করেছেন। তিনি জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মী বলে জানা গেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, মামলায় ১৯৮ জনের নাম উল্লেখ করে আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগেরদিন ৪ আগস্ট দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরাণীহাট গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা ককটেলের বিস্ফোণ ঘটানোর পাশাপাশি ‍গুলিবর্ষণ করে। এসময় তারা চারটি মোটর সাইকেল পুড়িয়ে দেয় ও ১০-১২টি গাড়ি ভাঙচুর করে। হামলায় মামলার বাদী সৈয়দুজ্জামানসহ ২০-২৫ জন আহত হন।

তৎকালীন সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়াসহ আসামিদের অর্থায়ন, নির্দেশনা ও প্ররোচনায় এ হামলার ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.