রাঙ্গুনিয়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহ গণপিটুনিতে মো. রুবেল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার বাড়ি চন্দ্রঘোনা বনগ্রাম হলেও দীর্ঘদিন যাবত সে লালানগর ৫নং ওয়ার্ডে তার শ্বশুর বাড়িতে থাকেন। পেশায় সে একজন অটোরিকশা চালক।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে টিম রাঙ্গুনিয়া। পরে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
নিহতের স্ত্রীর বড় ভাই জসিম বলেন, “রুবেলকে আমি গ্যাস নিতে পাঠিয়েছিলাম। আসার পথে মরিয়মনগর ডিসি সড়কের শান্তিনিকেতন এলাকা থেকে কয়েকজন গাড়িতে ওঠে। তারা বন্দেরাজাপাড়া এলাকায় এলে গাড়িতে থাকা কয়েকজনসহ স্থানীয়রা মিলে এই ঘটনা ঘটিয়েছে। রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত দীর্ঘ মারধরে তার মৃত্যু হয়েছে।
তিনি জানান, নিহত রুবেলের প্রকৃত বাড়ি ফেরিঘাট, মা-বাবা নেই। ছোট থেকেই বনগ্রামে পালক সন্তান হিসেবে বড় হয়েছিলো। গত ৯ বছর আগে তার বোনকে বিয়ে করে সেখানেই থাকছেন। সংসারে ৬ বছরের ছেলে সন্তান রয়েছে তার।
এদিকে তার ব্যাপারে স্থানীয়রা জানান, মৃত মো. রুবেল ইতিপূর্বেও একাধিক চুরির সাথে জড়িত ছিলো। গত দুইমাস আগেও চুরি করতে গিয়ে ধরা খেয়েছিলো। এরপর তার স্ত্রী ও স্ত্রীর বড়ভাই মো. জসিম মুচলেকা ও জরিমানা দিয়ে স্থানীয় সালিশ থেকে নিয়ে গিয়েছিলো।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.