রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
রাঙ্গুনিয়ায় ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রুবেল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার রাণীরহাট বাজারের কেবিএস কনভেনশন ক্লাবের পাশে এই ঘটনা ঘটে। নিহত মো. রুবেল একই এলাকার মো. রফিকের ছেলে।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা মো. জাহেদুর রহমান জানান, নিহত রুবেল সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগের কাজ করছিলেন। এমন সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যান তিনি। স্থানীয়রা সেখানে উপস্থিত থাকলেও বিদ্যুৎ সংযোগ থাকায় কেউ এগিয়ে আসতে পারেননি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার।
রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.