লোহাগাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

চগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে অন্তর সরকার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অন্তর সরকার ঢাকা শান্তিনগর এলাকার অপু সরকারের ছেলে।

স্থানীয়রা জানায়, কক্সবাজার থেকে ফেরার পথে মোটরসাইকেল পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অন্তর সরকার নিহত হন।

দোহাজারী হাইওয়ে থানার এসআই রাকিব বিন ইসলাম জানান, ঢাকা থেকে বাইকার গ্রুপের সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন অন্তর সরকার। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.