পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের পটিয়ায় মো. সোহেল (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মাহাদাবাদ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল হাইদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাহাদাবাদ এলাকার মো. নুরুল আলমের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য বলে জানা গেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, সোহেল একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও পটিয়ার শীর্ষ সন্ত্রাসী ডিএম জমির উদ্দিনের সহকার। বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলায় অংশ নেয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.