ফতেয়াবাদ স্কুলের মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ স্কুলের মাঠ থেকে ২৭ বছর অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ  বুধবার (১১ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত যুবকের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) উম্যাং মারমা এ তথ্য নিশ্চিত করে জানান, এক যুবকের মরদেহ পাওয়া গেছে স্কুলের মাঠে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ২৭ বছর হবে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
হাটহাজারি থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টায় কাজ করছে টিম হাটহাজারী।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.