আনোয়ারায় ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

চট্টগ্রামের আনোয়ারায় ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ২ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের বাসা তল্লাশি করে নগদ ১৮ লাখ টাকাও উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে মো. আব্দুল্লাহ আল নোমান (২৫) ও মো. আবু হানিফ (২২)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপটেন নাফিসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ব্যবসায়ী (বাবু) বাসা থেকে পালিয়ে যান এবং ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়। পরবর্তীতে তার বাসা তল্লাশি করে নগদ ১৮ লক্ষ উদ্ধার করা হয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদে পুরাতন টয়লেটের ভেতর থেকে ২ লক্ষ ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার ইয়াবা এবং নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে। ৫ আগস্টের পর এটাই মাদকের বড় অভিযান। মাদকের মূল হোতাদের গ্রেপ্তারে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.