তৃতীয় ম্যাচে এসে জয় পেলো বাংলা টাইগার্স

২৩

সরওয়ার মনি, আবুধাবি থেকে

নিজেদের বহু দিনের পরিচিত আবুধাবি টি-টেন লিগে কেমন যেন বিবর্ন ছিলো এবারের লীগের শুরুতে বাংলা টাইগার্স। প্রথম ম্যাচে স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটে, দ্বিতীয় ম্যাচে নিউইয়র্ক স্ট্রাইকারসের কাছে ৭ উইকেটে পরাজিত হয়ে বাংলা টাইগার্স যখন পয়েন্ট টেবিলে তলানিতে তখন গতকাল (২৫ নভেম্বর ) তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে স্বরূপে ফিরল বাংলা টাইগার্স। প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছিল বাংলা টাইগার্স। শ্বাসরূদ্ধকর এক ম্যাচে শেষ পর্যন্ত এবারের আসরে প্রথম জয়টা তুলে নিল। দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নিল বাংলা টাইগার্স।
টচে হেরে ব্যাট করতে নামা দিল্লি বুলস শুরুতেই ধাক্কা খায়। ইনিংসের প্রথম বলে এডাম পেইনের ধাক্কায় ফিরেন এডাম লিথ। পরের ওভারে আরেক ওপেনার টম বেনটনকে ফেরান জস লিটল। তৃতীয় উইকেটে জেমস ভিনস এবং রভম্যান পাওয়েল মিলে প্রতিরোধের চেষ্টা করেন। দুজন দিলে যোগ করেন ৩১ রান।এ জুটি ভাঙ্গেন ইমরান খান। তিনি ফেরান ১৭ রান করা পাওয়েলকে। এরপর ভিন্স এবং নিখিল চৌধুরী মিলে টেনে নিয়ে যান দলকে। সাকিবের এক ওভার থেকে দুজন মিলে নেন ২৫ রান। আর সানাকা এক ওভারে দিয়েছেন ৩৩ রান। আর তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় দিল্লি বুলসের হাতে।শুরু থেকেই চাপে থাকা বুলস শেষ পর্যন্ত ১২৩ রান সংগ্রহ করে। ভিন্স ১৫ বলে ৬টি চারের সাহায্যে ২৭ এবং নিখিল ১৬ বলে ৭টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৪৭ রান করে অপরাজিত থাকেন। বাংলা টাইগার্সের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ডেভিড পেইন এবং জস লিটল।
জবাবে ব্যাট করতে নামা বাংলা টাইগার্স পারেনি প্রত্যাশিত শুরু করতে। ওপেনার মোহাম্মদ শাহজাদ ফিরেন ৫ রান করে। দ্বিতীয় উইকেটে হজরতুল্লাহ জাজাই এবং দাসুন সানাকা মিলে যোগ করেন ৩৯ রান। ১৪ বলে ৩৩ রান করা সানাকাকে ফেরান শাদাব খান।একটা ছক্কা মেরে ভাল কিছুর ইঙ্গিত দিলেও লিভিংস্টোন ফিরেন ৩ বলে ৭ রান করে একপ্রান্ত আগলে রেখে লড়াই করা জাজাই রান আউট হয়ে ফিরেন ২০ বলে ২৪ রান করে।এরপর লিয়াম লিভিংস্টোন চেষ্টা করছিলেন দলকে টানার। শেষ ওভারে জয়ের জন্য বাংলা টাইগার্সের দরকার পড়ে ১২ রানের। ফজল হক ফারুকীর করা শেষ ওভারের প্রথম বলে ইফতেখার নেন ১ রান। দ্বিতীয় বলে লিভিংস্টোন নেন ২ রান। তৃতীয় বলে এবার মারেন ছক্কা। শেষ তিন বলে দরকার ৩ রান।পরের বলটি ওয়াইড। চতুর্থ বলে দুই রান নিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতিয়ে তবেই ফিরলেন লিভিংস্টোন। এই ব্যাটার অপরাজিত থাকেন ১৫ বলে ৫০ রান করে। মেরেছেন ৩টি চার এবং ৫টি ছক্কা।
আজ (২৬ নভেম্বর ) বাংলা টাইগার্স মুখামুখি হবে নর্দার্ন ওয়ারিয়র্সের।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.