করোনায় মৃত্যু কমছেনা চট্টগ্রামে

মৃত্যু ১০, আক্রান্ত ৭৬৮ জন, শনাক্তের হার ৩১.৪৩ শতাংশ

২৩৭

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬৮ জন। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। করোনা শনাক্তের হার ৩১.৪৩ শতাংশ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ২ হাজার ৪২১ জনের নমুনা পরীক্ষা করে ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে নগরের ৪৭৪ জন এবং বিভিন্ন উপজেলার ২৯৪ জন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে এদিন শীর্ষে হাটহাজারীতে ৫৩ জন। এর পর আছে ফটিকছড়িতে ৪২ জন, পটিয়ায় ৩৬ জন, মিরসরাইয়ের ২৯ জন, রাঙ্গুনিয়ায় ২৪ জন, বোয়ালখালীতে ১৯ জন, সীতাকুণ্ডের ১৮ জন, রাউজানে ১৪ জন, চন্দনাইশে ১২ জন, লোহাগাড়ায় ১২ জন, সন্দ্বীপের ১২ জন, বাঁশখালীতে ৯ জন, সাতকানিয়ার ৭ জন ও আনোয়ারায় ৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। মারা যাওয়া তিনজন নগরের বাসিন্দা, সাতজন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১১ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৯৯ জন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫৫৫ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫২ হাজার ৪২৩ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৬ হাজার ১৩২ জন রয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.