ডায়মন্ড সিমেন্ট-নিসচা বিতর্ক প্রতিযোগিতায় ‘সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়’ চ্যাম্পিয়ন
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত ডায়মন্ড সিমেন্ট-নিসচা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়। এছাড়া প্রতিযোগিতায় রানার আপ হয় সরকারি কলেজিয়েট স্কুল।
মঙ্গলবার (২২ অক্টোর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরষ্কার দেওয়া হয়। ডায়মন্ড সিমেন্টের পৃষ্ঠপোষকতা ও দৃষ্টি চট্টগ্রামের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে নিসচা মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. নসরুল কদির। বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের জিএম আব্দুর রহিম, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৃষ্টি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার, বিতর্ক প্রতিযোগিতা কমিটির সহ-সমন্বয়কারী তানভীর আল জাবের, লায়ন আরশাদুর রহমান, সাংবাদিক মোরশেদুর রহমান নয়ন, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, লায়ন এম. রমজান আলী রমু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা দেশের জন্য একটি অপ্রত্যাশিত মরণফাঁদ। একে প্রতিরোধ করতে হলে জনসচেতনতার কোনো বিকল্প নেই। একটি দুর্ঘটনা কেবল একজন মানুষ পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, দুর্ঘটনায় কবলিত ব্যক্তির সঙ্গে সঙ্গে তার পরিবারেরও অপূরণীয় ক্ষতি হয়ে যায়। এ দুর্ঘটনা কোন এক পক্ষের দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সমস্যার মূলে সবাইকে সচেতনভাবে কাজ করা। সচেতনভাবে ট্রাফিক আইন মেনে চলাচল করা। সঙ্গে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ঘটানো। তাহলেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে।
আয়োজকবৃন্দ জানায়, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চট্টগ্রামের সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, সরকারি কলেজিয়েট স্কুল, সরকারি নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি বলিকা, চট্টগ্রাম ক্যান্টমেন্ট পাবলিক স্কুল বিদ্যালয়, বায়েজিদ মডেল স্কুল, অংকুর সোসাইটি বালিকা বিদ্যালয়, সিলভার বেলস গার্লস স্কুলসহ ৮টি দল। অনুষ্ঠানে বিচারক ছিলেন চট্টগ্রামের বিভিন্ন বিতর্ক সংগঠনের সদস্যরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.