চট্টগ্রামে একদিনেই হাজার আক্রান্ত, মৃত্যু ১০

মৃত্যুর সংখ্যা ৮০০ পূর্ণ

৩১২

করোনাভাইরাসে চট্টগ্রাম প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে। এবার একদিনে সর্বোচ্চ ১হাজার তিনজন আক্রান্ত হয়েছে। যা একদিনের হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ। এদিন চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এ নিয়ে করোনার থাবায় মৃত্যুর সংখ্যাও ৮০০ জনে পূর্ণ হলো। শনাক্তের হার ৩৪.৯৫ শতাংশ।

বুধবার (১৪ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল (১৩ জুলাই) সর্বোচ্চ করোনা আক্রান্ত হয়েছিল ৯৫৫ জন।

ওই রিপোর্টে উল্লেখ করা হয়, চট্টগ্রামে ২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৫২ জন এবং বিভিন্ন উপজেলার ৩৫১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১০ জন। এদের মধ্যে চারজন নগরের বাসিন্দা, ছয়জন বিভিন্ন উপজেলার অধিবাসী। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮০০ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৫০৮ জন চট্টগ্রাম নগরের। আর ২৯২ জন বিভিন্ন উপজেলার।

এদিন উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে শীর্ষে ছিল, হাটহাজারী ৭৫ জন। এর পরে আছে সীতাকুণ্ডে ৪৫ জন, আনোয়ারা ৩৪ জন, বোয়ালখালী ৩২ জন, মিরসরাই ২৮ জন, ফটিকছড়ি ২৭ জন, রাউজান ২২ জন, চন্দনাইশ ১৯ জন, পটিয়া ১৭ জন, সাতকানিয়া ১৬ জন, বাঁশখালী ১২ জন, রাঙ্গুনিয়া ১০ জন, লোহাগাড়া ৮ ও সন্দ্বীপে ৬ জন রয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৭৮৭ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫১ হাজার ৯৪৯ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৫ হাজার ৮৩৮ জন ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.