ট্রাককে অটোরিকশার ধাক্কা, চালক নিহত

৩ পুলিশ আহত

চট্টগ্রামের পটিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে অটোরিকশায় থাকা তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট কসাইখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক আবদুল মান্নান (৪৮) পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ২ নং ওয়াডের মধ্যমপাড়া এলাকার আমজাদ আলীর বাড়ির মৃত আনু মিয়ার ছেলে।  আহতরা হলেন, পটিয়া থানার উপ-পরিদর্শক মো. খায়ের উদ্দিন ভূঁইয়া (৩৪), জুয়েল সরকার (৩২) ও তোয়াই চাকমা নয়ন (৩৩)।

পটিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. আনিসুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম পটিয়া কক্সবাজার মহাসড়কের বোর্ড অফিস এলাকায় দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পুলিশকে বহনকারী সিএনজি অটোরিকশাটি ধাক্কা দিলেই ঘটনাস্থলে সিএনজি চালক নিহত হন। তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, পটিয়া থানার তিন জন উপপরিদর্শক চট্টগ্রামে ইন্সপেক্টরশিপ পরীক্ষা দিয়ে সিএনজি যোগে পটিয়া থানায় কর্মস্থলে ফেরার পথে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলেই এ দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলে সিএনজি চালক নিহত হন। সিএনজিতে থাকা তিন পুলিশের উপ-পরিদর্শক গুরতর আহত হন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.