কিশোরী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

গামেন্টস কর্মী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইসমাইল হোসেন (৩৩)  নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। রায় প্রদানের সময় আসামি ইসমাইল আদালতে উপস্থিত ছিলেন।

আজ বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। দণ্ডিত ইসমাইল নগরীর বায়েজিদ বোস্তামী থানার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ জানান, মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ৪ জানুয়ারি ইসমাইলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় পাঁচ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন। রায়ের সময় আসামি ইসমাইল আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৭ জুন সকালে বায়েজিদ বোস্তামী এলাকার স্টারশিপ নামে এক পোশাক কারখানা থেকে রাতের শিফট শেষ করে বাড়ি ফিরছিলেন ১৬ বছর বয়সী এক কিশোরী। ওইদিন সকালে বৃষ্টি হওয়ায় অক্সিজেনের কেডিএস গার্মেন্টসসংলগ্ন রেলবিটের পাশের একটি চায়ের দোকানে আশ্রয় নেন ওই কিশোরী। তখন কিশোরীকে একা পেয়ে ইসমাইল তার মুখ চেপে ধরে একটি বাসে নিয়ে ধর্ষণ করেন। ইসমাইলকে সহযোগিতা করেন তুফান ও শাহজাহান নামে দুই যুবক। ধর্ষণের পর তারা ওই কিশোরীকে বাস থেকে ফেলে দেন। পরে বিষয়টি র‍্যাবকে জানালে তারা অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেফতার করে। এরপর ভিকটিমের মা বাদী হয়ে ইসমাইলসহ তিন জনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.