নৌপথে কনটেইনার পরিবহনের সুযোগ দিচ্ছে চবক
বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম সড়ক ও রেলপথে আমদানি-রপ্তানি পণ্যের কনটেইনার পরিবহনে বাধাগ্রস্থ হচ্ছে। এতে চট্টগ্রাম বন্দরে তীব্র কনটেইনার জট সৃষ্টি হয়েছে। জট কমাতে নৌপথে কনটেইনার পরিবহনের সুযোগ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। এনবিআরও সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।
রোববার (২৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।
তিনি জানান, বন্যা পরিস্থিতিতে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথে পণ্যবাহী কনটেইনার পরিবহন অনেকটা বন্ধ। কিছু ক্ষেত্রে চলাচল উন্মুক্ত করা হলেও গতি খুবই কম। এতে কনটেইনার জট সৃষ্টির আশঙ্কা বেড়ে গেছে। ফলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
বন্দর সচিব ওমর ফারুক বলেন, ‘দেশের আমদানি-রপ্তানি বেগবান করতে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা যাচ্ছে। বিভিন্ন জাহাজ কোম্পানির পর্যাপ্ত ইনল্যান্ড জাহাজ এবং চট্টগ্রাম বন্দরের সকল ধরনের লজিস্টিকস্ সুবিধাদি এই কার্যক্রমের জন্য সার্বিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। এ ব্যাপারে এনবিআর সার্বিক সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে।’
এনবিআর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষিজ খাদ্য আমদানিকারক মো. কফিল উদ্দিন বলেন, ‘নৌপথে পরিবহন সুবিধা পেলে পণ্য নষ্ট হবে না। এটি সাশ্রয়ীও হবে। তবে মনিটরিং নিশ্চিত করতে হবে। নতুবা নতুন সমস্যার সৃষ্টি হতে পারে।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.