অন্তর্বর্তী সরকারের শপথ কাল : সেনাপ্রধান
আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এদিন বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবে। নতুন সরকারের উপদেষ্টার সংখ্যা ১৫ জন হতে পারে। ড. ইউনূসকে সব ধরণের সহায়তা করবে সেনাবাহিনী।বুধবার (৭ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি এই মুহূর্তে দেশে নেই, ফিরবেন আগামীকাল। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো।
এসময় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন সেনাপ্রধান। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.