চসিক মেয়র রেজউল করিমের বাড়িতে হামলা
এবার চট্টগ্রামের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) রাত আটটার দিকে নগরে বহদ্দারহাট এলাকার বহদ্দারবাড়ির মেয়রের বাসভবনে এ হামলা চালানো হয়। ঘটনার সময় মেয়র বাসভবনে ছিলেন। তিনি এখন নিরাপদে আছেন বলে জানিয়েছেন মেয়রের এপিএস মো. দুলাল চৌধুরী।
চসিক মেয়রের এপিএস মো. দুলাল চৌধুরী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বহদ্দারহাটে পৌঁছালে সেখান থেকে একটি অংশ বহদ্দারবাড়ির মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের দিকে অগ্রসর হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময়ে মেয়র বাসভবনে ছিলেন। মেয়র মহোদয় নিরাপদে আছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, মেয়রের বাসায় হামলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া মেয়রের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এর আগে নগরের দুই নম্বর গেট চশমা হিলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে হামলা চালানো হয়। এতে বাড়ির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা দুটি গাড়ি ভাঙচুর করে। তাৎক্ষণিকভাবে অন্য ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। চট্টগ্রামের সাবেক জননন্দিত মেয়র মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নানা স্মৃতি রয়েছে ওই বাড়িতে।
এর আগে বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে হামলা চালায় আন্দোলনকারীরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.