চট্টগ্রামে ২৪ ঘন্টায় অর্ধহাজার শনাক্ত, পাঁচ জনের মৃত্যু
একদিনেই চট্টগ্রামে করোনা শনাক্ত হলো অর্ধহাজার। এবার এই সংখ্যাটি ৫৫২! সাম্প্রতিক সময়ে একদিনে এতো বেশি সংখ্যক করোনা পজিটিভ দেখেনি চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫৫২ জন। যার মধ্যে ৩৯৬ জন নগরের ও ১৫৬ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৩১৯ জনে।
বুধবার চট্টগ্রামে করোনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০৬ জনে।
সিভিল সার্জন কার্যালয় থেকে বুধবার (৩০ জুন) দিবাগত রাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই দিন ১২টি ল্যাবে ২০৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। ল্যাবগুলোর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৭৯ টির মধ্যে ৮৭ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৯৫টির মধ্যে ৬৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫০৩টির মধ্যে ১৪০ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৩টির মধ্যে ৪০ জন,কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৩টির মধ্যে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এছাড়া, ১০৯ জনের এন্টিজেন টেস্টে ৪০ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১৪৩টির মধ্যে ৫৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৩৪টির মধ্যে ৩৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৯টির মধ্যে ১১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৫টির মধ্যে ১৮, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩২টির মধ্যে ১৫ জন ও এপিক হেলথ কেয়ার ল্যাবে ৮৭টির মধ্যে ৪৩ জনের করোনা পজেটিভ ফল পাওয়া যায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.