চট্টগ্রামে আহত আরো একজনের মৃত্যু

কোটা বিরোধী আন্দোলনে সহিংসতা

কোটা বিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় চট্টগ্রামে আহত আরো একজনের মৃত্যু হয়েছে।মৃত ব্যক্তির নাম আবদুল মজিদ (২০)।

গত বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার আবদুল মজিদের মৃত্যু হলেও বিষয়টি গতকাল শুক্রবার জানাজানি হয়। মারা যাওয়া আব্দুল মজিদ একটি বাস চালকের সহকারী ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়িতে।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই চাঁদপুরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় আবদুল মজিদের শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, গত ২০ জুলাই ভোর ৩টার দিকে আব্দুল মজিদকে চাঁদপুর থেকে চমেকে আনা হয়। সেখানে সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওই দিনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। গত বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.