চট্টগ্রামে একদিনেই ১০ মৃত্যু, আক্রান্ত ৩৯৯

শনাক্তের হার ২৯ দশমিক ২৫

২৯৪

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে একদিনেই (মঙ্গলবার) ১০ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের পর থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রামে। এর আগে গত ২৪ এপ্রিল ১১ জনের মৃত্যু হয়েছিল চট্টগ্রামে। এনিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০১ জনে।

মৃত্যুর সঙ্গে এদিন বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যাও। আগের দিনকে ছাড়িয়ে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ৩৯৯ জন। এদিন ১৩৬৪ জনের নমুনা পরীক্ষায় ৩৯৯ জন আক্রান্ত হন করোনায়। এর ফলে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৮ হাজার ৭৬৭ জন। শতকরা হারে তা ২৯ দশমিক ২৫ ভাগ। যা শনাক্তের হারে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

মঙ্গলবার (২৯ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এদিন ১০ টি ল্যাবে ১৩৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৩৯৯ জনের মধ্যে নগরে ২৮৪ জন ও উপজেলায় ১১৫ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪১৫ টির মধ্যে ১৩৩, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৯৫টির মধ্যে ৬৪, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৭টির মধ্যে ২৩, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৫টির মধ্যে ১৬, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬৬টির মধ্যে ২৯, ইম্পেরিয়াল হাসপাতালে ১১১টির মধ্যে ৪৫, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৪টির মধ্যে ৫২, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১১টির মধ্যে ৫ ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া ১৩৫ জনের এন্টিজেন টেস্টে ৩০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জন করোনা পজিটিভ-এর মধ্যে নগরের ২৮৪ ও বিভিন্ন উপজেলার ১১৫ জন। উপজেলায় করোনা আক্রান্তে আবারো শীর্ষে উঠে আসে ফটিকছড়ি। এখানে আক্রান্ত ৩২। এর পরে আছে সীতাকুণ্ড ২৪, রাউজান ২০, মিরসরাই ১৬,আনোয়ারা ৯, হাটহাজারী ৩, বাঁশখালী ৩, রাঙ্গুনিয়া ২,সন্দ্বীপ ২, লোহাগাড়া ২, পটিয়া ও বোয়ালখালীতে ১জন করে করোনা শনাক্ত হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.