খেলতে খেলতে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর

দাবা খেলা খেলতে খেলতে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলে সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেন।

শুক্রবার ( ৫ জুলাই) জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। বেলা ৩টায় শুরু হওয়া ম্যাচটিতে খেলতে খেলতেই ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন জিয়াউর। জিয়া লুটিয়ে পড়লে তাঁর প্রতিপক্ষসহ আরও অনেকেই এগিয়ে এসে তাঁকে তুলে ধরেন।

বাংলাদেশে দাবা ফেডারেশনের ইন্টারন্যাশনাল জাজ হারুনুর রশিদ জানান, খেলা অবস্থাতেই মারা গেছেন জিয়া। কারণ, হাসপাতালে নেওয়ার পর বহু চেষ্টায়ও জিয়ার পালস খুঁজে পাননি চিকিৎসকরা। পরে জিয়াকে মৃত ঘোষণা করেন তারা। মৃত্যুকালে জিয়াউর রহমানের বয়স হয়েছিল ৫০ বছর।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.