বিআরটিএ’র অভিযানে ১৬ মামলা ও ৬০ হাজার টাকা জরিমানা

২২

চট্টগ্রামে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

মঙ্গলবার ( ২ জুলাই) চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফৌজদারহাট এলাকায় বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মিশকাতুল তামান্নার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্ট মেট্রো-২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ওমর ফারুক, মোটরযান পরিদর্শক পলাশ খীসা, জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক আব্দুল মতিন ও মেহেদী ইকবাল।

অভিযানে বিভিন্ন ত্রুটির কারণে ১৬টি মামলা ও ৬০ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে ফিটনেস বিহীন চারটি গাড়িকে জরিমানা করা হয়েছে ২১ হাজার। রুট পারমিট বিহীন ৬টি যানবাহনকে জরিমানা করা হয়েছে ২৫ হাজার। ড্রাইভিং লাইসেন্স বিহীন ৩টি যানবাহনকে জরিমানা ৯ হাজার ও অন্যান্য সমস্যার কারণে মামলা দেওয়া হয়েছে ৩টি যানবাহনকে এবং জরিমানা আদায় করা হয়েছে ৫ হাজার ৯শ’ টাকা। ডাম্পিংয়ে পাঠানো হয়েছে ৩টি প্রাইভেট কার ও ১টি অ্যাম্বুলেন্সকে। গণমাধ্যমে পাঠানো বিআরটিএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.