বাঁশখালী উপজেলায় চেয়ারম্যান পদে খোরশেদ বিজয়ী

২৫

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালীতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দোয়াত-কলম মার্কার মো. খোরশেদ আলম। তিনি পেয়েছেন ৬১ হাজার ৫১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদন্দ্বি আনারস মার্কা নিয়ে মুহাম্মদ এমরানুল হক পেয়েছেন ২১ হাজার ৯৭৯ ভোট । এ ছাড়া চেয়ারম্যান পদে নির্বাচন করা ঘোড়া মার্কার শেখ ফখরুদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ২৬৯ ভোট ও আরেক প্রার্থী মোটর সেইকেল মার্কার জাহিদুল হক চৌধুরী পেয়েছেন ৩৭৬ ভোট।

বুধবার (৫ জুন) রাত ৯টায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা জেসমিন আক্তার।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নির্বাচিত হয়েছেন বই প্রতীকের মোহাম্মদ হোছাইন। তিনি পেয়েছেন ২১ হাজার ২১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি তালা প্রতীকের মো. আক্তার হোসাইন পেয়েছেন ১৬ হাজার ২৬৭ ভোট। এছাড়া চশমা মার্কার মো. আরিফুজ্জাম পেয়েছেন ১৬ হাজার ১৮৩, মো. ওসমান গণী পেয়েছেন ১০ হাজার ২৭০ ভোট, মো. আরিফুর হমান ৮ হাজার ১৮৮ ভোট . ইমরানুল হক চৌধুরী ৬ হাজার ৭৯ ভোট,এবং এম এ মালেক মানিক পেয়েছেন৫ হাজর ২৯ ভোট।

এদিকে ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে নির্বাচিত হয়েছেন ফুটবল মার্কার নুরী মন আক্তার। তিনি পেয়েছেন ৪৫ হাজার ১৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি কলস মার্কার রেহেনা আকতার কাজমী পেয়েছেন ১৯ হাজার ৫৬০ ভোট। আরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রজাপতি মার্কার ইয়ামুন নাহার পেয়েছেন ১৭ হাজার ৩৪৮ ভোট।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার জানান বলেন, নির্বাচনে মোট ৩ লাখ ৭৬ হাজার ৯০৬ জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৮৭ হাজার ১৮২টি। যা মোট ভোটারের ২৩ দশমিক ১৩ শতাংশ। এ উপজেলায় ভোট বাতিল হয়েছে ২ হাজার ৪৭ ভোট।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.