টানা দ্বিতীয় দিন ৭জনের মৃত্যু চট্টগ্রামে, বাড়ছে আক্রান্ত
শনাক্তের হার বেড়ে ২৮ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্তের হার ২৮ শতাংশের বেশি। এ নিয়ে টানা দ্বিতীয় দিন সাতজনের মৃত্যু দেখল চট্টগ্রাম।
সোমবার (২৮জুন) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩২৭ জনের পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ২২৭ ও বিভিন্ন উপজেলার ১০০ জন। উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে আনোয়ারায় ২০ জন, হাটহাজারীর ১৮ জন, রাউজানের ১৭ জন, রাঙ্গুনিয়ার ১২ জন, পটিয়ায় ১১ জন, সীতাকুণ্ডে ৮ জন,বোয়ালখালী ৫ জন, মিরসরাইয়ের ৪ জন ও সন্দ্বীপের ২ জন সাতকানিয়া ১জন, বাঁশখালীর ১ জন, ফটিকছড়ির ১ জন রয়েছেন।
চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৭ হাজার ৯৯৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৪৫ হাজার ৩৫৭ ও বিভিন্ন উপজেলার ১২ হাজার ৬৪০। এ ছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৮৮ জন। এর মধ্যে নগরের ৪৬৯ ও বিভিন্ন উপজেলার ২১৯ জন।
গতকাল রোববার করোনায় ৬৭ দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয় চট্টগ্রামে। ওই দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়। এই সময়ে শনাক্ত হয়েছে ৩০০ জন। শনাক্তের হার ছিল ২২ শতাংশের বেশি।
এর আগে ২০ এপ্রিল সর্বোচ্চ ৩৪৭ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ওই দিন করোনায় মারা যান আটজন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.