খেলার সময় মারামারিতে স্কুল শিক্ষার্থী নিহত, গ্রেপ্তার ২

২৫

চট্টগ্রামের বোয়াখালীতে খেলাধূলা করার সময় মারামারিতে মো. আরিফ (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার ( ২ জুন) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার সারোয়াতলী ইউনিয়নের মো.জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

এঘটনায় পুলিশ দু্ইজনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসহাব উদ্দিন।

তিনি চট্টগ্রাম২৪ নিউজকে বলেন, মারামারির ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কী কারণে ঝগড়া ও মারামারি হয়েছে সেটা খতিয়ে দেখছি। গতকাল রোববার নিহতের বাবা জাকির হোসেন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে ঘটনায় জড়িত ও মামলার এজাহারে উল্লেখিত  দুই আসামিকে গ্রেপ্তার করেছি। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আসহাব উদ্দিন জানান, রোববার বিকেলে বেঙ্গুরা এলাকায় খেলা করার সময় একদল কিশোরের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। মারামারিতে আহত আরিফকে রাস্তার পাশে ফেলে অন্যরা চলে যাই। এ অবস্থায় স্থানীয়রা আহত আরিফকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা খারাপ দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা মো. জাকির হোসেন বলেন, বিকেলে স্কুল ছুটির পর আরিফ ঘরে আসে। এরপর চা-নাস্তা খেয়ে বাড়ির পাশে খেলতে গিয়েছিল। সেখানে খেলার সময় প্রতিবেশী সাকিবুল ইসলামের সঙ্গে ঝগড়া হয়। এনিয়ে সাকিবসহ কয়েকজনে মিলে আরিফকে মেরে রাস্তা ধারে ফেলে রাখে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.