চট্টগ্রামে করোনার থাবা, মৃত্যু ৭, আক্রান্ত ৩০০

মারা যাওয়া ৭জনের ৬জন বিভিন্ন উপজেলার

৩০১

চট্টগ্রামে আশংকাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ৭জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট মৃত্যুসংখ্যা দাঁড়ালো ৬৮১জন। ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০০ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৭ হজার ৬৭০জন। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে করোনায় মৃত্যু এবং আক্রান্তের এই হার সর্বোচ্চ বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

রবিবার (২৭ জুন) জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, রবিবার মারা যাওয়া ৭জনের মধ্যে ৬জন বিভিন্ন উপজেলার। তবে এদিন মহানগরে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২০৪জন। আর উপজেলাগুলো এই সংখ্যা ৯৬জন।
রিপোর্ট অনুযায়ী আক্রান্তের দিক থেকে লকডাউনে থাকা সীমান্তবর্তী উপজেলা ফটিকছড়িকে ছাড়িয়ে গেছে সীতাকুণ্ড ও মীরসরাই। রবিবার উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ ৩১জন আক্রান্ত হয়। এর পর আছে সীমান্তবর্তী আরেক উপজেলা মীরসরাই। এখানে আক্রান্ত শনাক্ত হয় ২৫জন। এর আছে ফটিকছড়ি ১১জন, রাঙ্গুনীয়া ৬জন, হাটহাজারী ৫জন, লোহাগাড়া ৪জন, রাউজান ৩জন, পটিয়া ৩জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.