চট্টগ্রামে প্রথম নির্বাচিত নারী সাংসদ সনি

৪৮

চট্টগ্রামে একমাত্র নারী প্রার্থী হিসেবে চট্টগ্রাম-২ আসনে প্রথমবারের মতো জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত খাদিজাতুল আনোয়ার সনি। এই জয়ে তিনি গড়লেন নতুন ইতিহাস। তিনি হলেন চট্টগ্রামের প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য।

তফশিল ঘোষণার পর চট্টগ্রাম-২ আসন নিয়ে নানা মেরুকরণসহ নানা কৌশল, ষড়যন্ত্র, চাপের মধ্যে ছিলেন এই নারী প্রার্থী। সব কিছুকে পেছনে ফেলে শেষ পর্যন্ত জয়ী হয়ে চমক দেখান ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের কন্যা সনি।

এর আগে বিগত নয়টি জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ২৫৮ জন নারী সরাসরি নির্বাচনের সুযোগ পেলেও বঞ্চিত ছিলেন চট্টগ্রামের নারী রাজনীতিবিদেরা।

এই নির্বাচনে তাঁর সবচে বড় চমক অন্যসব প্রার্থীকে পেছনে ফেলে দলীয় মনোনয়ন ভাগিয়ে নেয়া। মনোনয়ন পাবার পর তিনি ভোটারদের দুয়ারে দুয়ারে যান ভোট প্রার্থনার জন্য। তুলে ধরেন নিজ পিতা রফিকুল আনোয়ারের নানা অবদান ও সমাজসেবার চিত্র। এতে সহজেই তিনি ভোটারদের মনে স্থান করে নেন।

ভোটের মাত্র কয়েকদিন আগে নিজ এলাকায় এক নির্বাচনী সমাবেশে অনেকটা আবেগে তিনি কেদে ফেলেন। যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই নির্বাচনে বিজয়ে তার চেষ্টার কমতি ছিলনা। অবশেষে ভোটাররাও তাকে ভালোবাসায় সিক্ত করেছেন বিজীয় করে।

এই আসনে অন্যসব প্রার্থীকে পেছনে ফেলে খাদিজাতুল আনোয়ার সনি (নৌকা) ১ লাখ ৬৮৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সদ্য পদত্যাগকারী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব (তরমুজ) পেয়েছেন ৩৬ হাজার ৫৬৬ ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টি – বিএসপি’র শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ (একতারা) পেয়েছেন মাত্র ৩ হাজার ১৫১ ভোট। ২০১৮ সালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন সনি।

এর আগে এই আসনে ১৯৯৬ ও ২০০১ সালে চট্টগ্রাম-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন খাদিজাতুল আনোয়ারের পিতা রফিকুল আনোয়ার।

রবিবার রাতে ফলাফল প্রকাশের সনির জয়ে আনন্দের বন্যা বয়ে যায় ফটিকছড়ি জুড়ে। একমাত্র নারী সাংসদ এবং সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের কন্যা হিসাবে দলমত নির্বিশেষে ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.