দেশের মানুষ শান্তিতে আছে: ভূমিমন্ত্রী জাবেদ

৬১

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষ শান্তিতে আছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের জনগণের ভাগ্যের চাকা সচল করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরই নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে রয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া রুদুরা এলাকায় শেখ কুতুব রহ. শাহী জামে মসজিদে জুমার আদায়কালে মুসল্লীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সোনার বাংলার স্বপ্ন দেখতেন। বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করতে চেয়েছিলেন তিনি। বঙ্গবন্ধুর অবর্তমানে দেশে একের পর এক উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী মুসল্লীদের উদ্দেশ্য বলেন, আমি চেষ্টা করেছি মানুষের উপকার করার। কারোর ক্ষতি করার আমার উদ্দেশ্য ছিলো না। আমার চেষ্টা ছিলো মানুষ এবং দেশের কাজ করার। ধর্মের নাম বিক্রি করে যারা বাটপারি করে তাদের স্থান কোথাও নেই। টুপি-দাঁড়ি রেখে নামাজ পড়ে বের হয়ে প্রতিবেশীদের কষ্ট দিয়ে দুনিয়াতে পার পাওয়া গেলেও আখেরাতে পার পাওয়া যাবে না।

এ সময় উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শামসুদ্দিন আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চাতরী চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাড. ইমরান হোসেন বাবুসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.