চট্টগ্রামে করোনায় দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৯
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় ৬৫০ জন মারা গেলেন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬৯ জনের। এখন পর্যন্ত ৫৫ হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হলো চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয় থেকে বৃহস্পতিবার (১৭ জুন) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গতকাল চট্টগ্রামের ১০টি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১ হাজার ১৭০টি নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন, বাংলাদেশ অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৮৫টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষা করে ৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪২টি নমুনা পরীক্ষা করে করোনার জীবাণু পাওয়া গেছে ২৭ জনের দেহে।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষা করে ১৯ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩৯টি নমুনা পরীক্ষা করে ২৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৪টি নমুনা পরীক্ষা করে ৮ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ পাওয়া গেছে ১৮ জনের।
এদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করা হলেও কারো দেহেই করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬৯ জনের মধ্যে নগরের ১১৭ জন, ৫২ জন উপজেলার বাসিন্দা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.