করোনায় গ্রামের মানুষই বেশী মরছে চট্টগ্রামে

৪ জনের মৃত্যু, শনাক্ত ২৬৭

১,৯০৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ২৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা যাওয়া চারজনই উপজেলার বাসিন্দা। সাম্প্রতিক সময়ে জেলা সিভিল সার্জনের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রতিদিনই শহরের তুলনায় গ্রামের মানুষই বেশী মারা যাচ্ছে।

রোববার (২৯ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৩৬৭ জনের নমুনা পরীক্ষায় ২৬৭ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ১৪৪ জন। ১২৩জন বিভিন্ন উপজেলার।

উপজেলা পর্যায়ে আক্রান্তের শীর্ষে আছে রাঙ্গুনিয়া ২৯ জন। এর পর আছে- হাটহাজারী ২১, রাউজান ২০, আনোয়ারা ১৪, ফটিকছড়ি ১০, বোয়ালখালী ৮, পটিয়া ৭, চন্দনাইশ ৬, সাতকানিয়া ৩, বাঁশখালী ২, লোহাগড়া ১ ও সন্দ্বীপে ১ জন।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী কয়েক কয়েক সপ্তাহের পরিসংখ্যানে দেখা করোনায় চট্টগ্রামে মারা যাওয়া অধিকাংসই গ্রামের মানুষ। সর্বশেষ গত কয়েক দিনের তথ্য বলছে- রবিবার ২৯ আগস্ট মারা যাওয়া ৪জনই গ্রামের। আগের দিন শনিবার মারা যাওয়া দুই জনই গ্রামের। এর আগের শুক্রবার মারা ৬ জনের মধ্যে ৪জনই গ্রামের অধিবাসী। বুধবার ২৫ আগস্ট মারা যাওয়া ৩জনের ২জনই উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৯৯১ জনের। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭২ হাজার ১৩ জন। ২৬ হাজার ৯৭৮ জন বিভিন্ন উপজেলার।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মারা গেছে মোট ১ হাজার ২১৫ জন। এর মধ্যে ৬৮২ জন চট্টগ্রাম নগরের। ৫৩৩ জন বিভিন্ন উপজেলার।

আগের দিন শনিবার করোনায় মারা গিয়েছিল ২ জন, শনাক্ত হয় ১৬৭ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.