চট্টগ্রামে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ২১৯ জন
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫ জন মারা গেছেন। এ সময়ে নতুন করে ২১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এ দিন চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করে ২১৯ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ১১৯ জন। ১০০ জন বিভিন্ন উপজেলার।
এদিন উপজেলা পর্যায়ে আক্রান্তের শীর্ষে ছিল রাউজান ৩০জন। এর পরে আছে- বোয়ালখালী ২১, পটিয়া ৯, হাটহাজারী ৮, ফটিকছড়ি ৮, সীতাকুণ্ড ৬, মিরসরাই ৬, সাতকানিয়া ৩, বাঁশখালী ৩, আনোয়ারা ২, চন্দনাইশ ২, লোহাগাড়া ১, রাঙ্গুনিয়া ১ জন।
চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৩৫২ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭১ হাজার ১২৩ জন। বাকি ২৬ হাজার ২২৯ জন বিভিন্ন উপজেলার।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ জনের ৩ জন নগরের, বিভিন্ন উপজেলার ২ জন। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৬৭ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫১৩ জন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.