লায়‌নিজমের সেবা গ্রামে ছড়িয়ে দেয়ার আহ্বান জেলা গভর্ণর দোভাষের

লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের নতুন ক‌মি‌টির দায়িত্ব হস্তান্তর

৪৬৫

লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের মা‌সিক ক্লাব মি‌টিং ও নতুন ক‌মি‌টির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) নগরীর চিটাগং সি‌নিয়র্স ক্লাবে আয়োজিত সভায় প্রধান অ‌তি‌থি ছিলেন, লায়ন জেলা ৩১৫ বি ৪ এর গভর্ণর লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ।

প্রথম পর্বে ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট লায়ন মো: গিয়াস উদ্দিন এর সভাপ‌তিত্বে সভায়
বিশেষ অতিথি ছিলেন, প্রথম জেলা ভাইস গভর্ণর লায়ন শেখ সামছু‌দ্দিন আহমদ সি‌দ্দিকী ‌পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু এমজেএফ, জিএস‌টি কো-অর্ডিনেটর লায়ন জিকে লালা এমজেএফ, ‌রিজিয়ন চেয়ারপারসন (হেড কোয়ার্টার) লায়ন মীর্জা আকবর আলী চৌধুরী এমজেএফ, জোন চেয়ারপার্সন লায়ন আবদুল আজিজ, জোন চেয়ারপার্সন লায়ন হাসান আকবর ও জোন চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ।

সভায় প্রধান অতিথি জেলা গভর্ণর আল সাদাত দোভাষ বলেন, লায়‌নিজমের মূল কথা, মানবতার সেবা। মানুষ মাত্রই অন্যের জন্য কিছু করতে পারলে আনন্দবোধ করেন। লায়ন সদস্যরাও তেমনই। তিনি লায়‌নিজমের সেবাকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের নেতৃবৃন্দক পরামর্শ দিয়ে বলেন, শহরের বঞ্চিত মানুষ লায়ন্স ক্লাবসহ বিভিন্নভাবে সহযোগিতা পেয়ে থাকে। সে তুলনায় গ্রামের সাধারণ মানুষ কিছুই পায় না। তিনি আরও বলেন, মানবসেবাই লায়নইজমের মূলমন্ত্র। এ লক্ষ্যে লায়ন্স ক্লাবের সদস্যদের কাজ করারও আহ্বান জানিয়ে তিনি লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের অতীত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সেবামূলক তৎপরতা আরো বৃদ্ধি করার আহ্বান জানান। এ সময় তিনি কাজের সাথে সাথে তার স্বীকৃতির জন্য লায়ন্স সদরদপ্তরে সময়মতো রিপোর্টিং করার উপর গুরুত্বারোপ করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও জোন চেয়ারপার্সন লায়ন নূরুল আবছার চৌধুরী,

ক্লাবের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন কামাল উদ্দিন ভূইয়ার পরিচালনায় সভার দ্বিতীয় পর্বে সভাপত্বি করেন ২০২১-২০২২ সেবাবর্ষের ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. বেলাল হোসেন।

লিও আরাফাত ইলাহীর কোরআন তেলাওয়াত ও লায়ন আব্দুল মোমেন এর আনুগত্যের শপথের পর অনুষ্ঠানে
ক্লাবের ২০২০-২০২১ সেবাবর্ষের রিপোর্ট পেশ করেন ক্লাব সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা। ২০২০ ২০২১ সেবাবর্ষের ট্রেজারার রিপোর্ট পেশ করেন, ক্লাবের ‌বিদায়ী ট্রেজারার লায়ন আলিম উল্লাহ মুরাদ।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডে বিশেষ অবদান রাখায় সাবেক প্রেসিডেন্ট লায়ন মাস্টার আবুল কাসেম, সাবেক প্রেসিডেন্ট লায়ন নূরুল আফছার চৌধুরী, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট লায়ন গিয়াস উদ্দিনকে ক্রেস্ট উপহার দেয়া হয়। ক্লাবের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন কামাল উদ্দিন ভূইয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ উপ-পরিচালক পদে পদোন্নতী পাওয়ায় লিও ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে ক্লাবের ক্লাবের জয়েন্ট সেক্রেটারী লায়ন আবুল হাসনাত, ট্রেজারার লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, জয়েন্ট ট্রেজারার লায়ন জিয়াউদ্দিন বাবলু, লিও এডভাইজার লায়ন নাসির উদ্দিন মানিক, জয়েন্ট লিও এডভাইজার লায়ন এবিএম রাসেল চৌধুরী, এডভাইজার লায়ন নুরুজ্জামান, ক্লাব মেম্বার লায়ন মোহাম্মদ হোসেন, লিও ক্লাব চিটাগং সীতাকুণ্ডের সাবেক সভাপতি লিও নূর খান, লিও ক্লাব চিটাগং সীতাকুণ্ডের সাবেক সভাপতি লিও নূরুজ্জামান রাশেদ, লিও ক্লাব চিটাগং সীতাকুণ্ডের সভাপতি লিও মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.