মিতু হত্যা: আবারো জামিন নামঞ্জুর বাবুল আক্তারের

২৩৮

স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন আবারো না মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আসামীপক্ষের আইনজীবি জামিন আবেদন নামঞ্জুরের বিরুদ্ধে আপিল করলে আদালত শুনানী শেষে এবারও জামিন আবেদন না মঞ্জুর করেন।

এর আগে, গত ১০ আগস্ট চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফি উদ্দিন জামিন আবেদন নামঞ্জুর করে বাবুল আক্তারকে কারাগারে রাখার আদেশ দেন। বর্তমানে ফেনী কারাগারে রয়েছেন বাবুল আখতার।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। হত্যাকাণ্ডের পর নগরের পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়, যার বাদী ছিলেন বাবুল আক্তার নিজেই। পরে ঘটনার মোড় নেয় অন্যদিকে। গত ১২ মে মিতুর বাবা মোশাররফ হোসেন বাবুল আক্তারকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.