করোনায় মৃত্যুর মিছিল থামছেনা চট্টগ্রামে। মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেলেন আরও ১১ জন। যাদের মধ্যে ৭জন উপজেলার, ৪জন মহানগরের বাসিন্দা। এ নিয়ে করোনায় চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জনে। এদের মধ্যে মহানগরের ৬৫৩জন আর ৪৮৬জন বিভিন্ন উপজেলার বাসিন্দা ।
মঙ্গলবার (১৭আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন অফিসের রিপোর্টে এসব তথ্য জানানো হয়।
রিপোর্টে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হন ৪৩৮ জনের। শনাক্তদের মধ্যে ২৭৯ জন নগরীর এবং ১৫৯জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় সর্বমোট ২ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষায় ৪৩৮জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।চট্টগ্রামে করোনা শনাক্তের শতকরা হার প্রায় ১৯। এখন পর্যন্ত করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন চট্টগ্রামে ৯৫ হাজার ৫১৬জন। এর মধ্যে নগরের ৭০ হাজার ০৫৪জন ও বিভিন্ন উপজেলা পর্যায়ের বাসিন্দা আছেন ২৫ হাজার ৪৬২জন ।
এদিন উপজেলা পর্যায়ে আক্রান্ত ১৫৯ জনের মধ্যে সর্বোচ্চ রাউজানে ৪৯জন। দ্বিতীয় সংক্রমণ উপজেলা সীতাকুণ্ড ৩১জন। এরপর বোয়ালখালীতে ২৯ জন, আনোয়ারায় ১৫ জন, বাঁশাখালী ১১, হাটহাজারীতে ০৬জন, পটিয়া ০৫,চন্দনাইশে ০৪, ফটিকছড়িতে ০৩, সাতকানিয়ায় ০৩, মিরসরাইয়ে ০২ ও লোহাগাড়ায় রয়েছেন ০১ জন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.