চট্টগ্রামে আরও ৮ মৃত্যু, কমছে করোনার তান্ডব
চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১৬ জনের। সংক্রমণ হার ২৪ শতাংশের বেশি।
শুক্রবার (১৩ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। ২৫৮৭ জনের নমুনা পরীক্ষায় ৬১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৬৭ জন। উপজেলায় ২৪৯ জন।
চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৮৮৪ জন। শনাক্তের মধ্যে নগরে ৬৯ হাজার ৪১ জন। উপজেলায় ২৪ হাজার ৮৪৩ জন। নতুন ৮ মৃত্যুর মধ্যে ৩ জন নগরে, ৫ জন উপজেলার। এ পর্যন্ত মোট ১১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৪৩ জন নগরের। উপজেলায় মারা গেছেন ৪৬৮ জন।
এদিনও উপজেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে হাটহাজারী ৬৭জন। এর পরে আছে রাউজান ৩৬, বোয়ালখালী ২৮, সাতকানিয়া ২৪, আনোয়ারা ২৪, পটিয়া ১৮, রাঙ্গুনিয়া ১২, ফটিকছড়ি ১০, মিরসরাই ১০, সীতাকুণ্ড ৭, চন্দনাইশ ৭, বাঁশখালী ৪ ও লোহাগাড়া ২ জন।
এর আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ৫৮৯ জন। গত বুধবার শনাক্ত হয় ৭৭২।
সংশ্লিস্টরা বলছেন, গত কয়েকদিনে সংক্রমণ হার কমছে। এছাড়া করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়ায় অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন। সেকারণেও কমছে সংক্রমণ। চিকিৎসকরা বলছেন টিকা নিলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.